রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

রূপসায় ৫০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ

3 June, 2025 4:20:38

 

রূপসাপ্রতিনিধিঃ

রূপসায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের উন্ময়ন তহবিল হবে ৫০ জন অসহায়-দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে রূপসা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দীন,উপজেলা পরিষদের রাজিবুল ইসলাম মুন্না,আঃ জলিল শিকদার প্রমূখ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support