প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ৫:৫৯ পি.এম
রূপসায় ৪ কেজি গাঁজাসহ ১জন আটক

রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর বাজারস্থ নেহাল পুর গৌরম্ভা পাকা রাস্তার উপর নৈহাটী গ্রামের মোঃ ইউনুস শেখের পুত্র মোঃ রাজু (৩০)নামক ব্যক্তি খুলনা থেকে নিজের সবজি বোঝাই ভ্যানে সিমেন্টের বস্তার মধ্যে আনুমানিক ৪ কেজি গাঁজাসহ রূপসা বাস স্টান্ড পুলিশ এ,এস,আই অহেদুজ্জামান ও এ,এস,আই আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ভ্যান তল্লাসি করে গাঁজা উদ্ধার করে। ১২ জুন রাত সাড়ে নয়টার সময় তল্লাশি অভিযান চালায়। এরিপোর্ট লেখা পর্যন্ত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260
আই’টি ইনর্চাজ : মোঃ নাঈমুজ্জামান শরীফ