রূপসায় হারুন-অর-রশিদ বুলু’র পিতার ইন্তেকাল

রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক হারুন-অর-রশিদ বুলু’র পিতা এস এম আবু বকর (৮৯) ১২ জুন রাত আনুমানিক সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তিনি চার পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ আজ ১৩ জুন বাদ জুম্মা কর্ণপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে অংশগ্রহণ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, দৈনিক সময়ের খবরের সিনিয়র সাব-এডিটর মোঃ সাইফুল ইসলাম বাবলু, সিপিবি’র রূপসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হালিম, রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা অহিদুল ইসলাম, সমাজসেবক মোঃ আবু বক্কার মোল্লা, সাইদুজ্জামান চৌধুরী সনি, অহিদুজ্জামান চৌধুরী রনি, আলিমুজ্জামান চৌধুরী জনি, ওমর ফারুক মোল্লা, মুশফিকুর রহমান বাবু, মোজাফ্ফর শেখ, নাজির শেখ প্রমূখ।
জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম। এর আগে মরহুমের বাড়িতে তাকে শেষ বারের মতো দেখতে যান এলাকার বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: