রূপসা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পুর্নবাসনের বক্তব্যের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবি এবং শেখ হাসিনার শাস্তির দাবিতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ আজ ১৪ আগষ্ট বিকালে অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজদিয়া মাহেন্দ্র স্টান্ডে পথ সভার মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানির সার্বিক সহযোগিতা করেন কোরিয়ান বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শান্ত শেখ।
সমাবেশে সভাপতিত্ব করেন নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু। বিএনপি নেতা কামরুল ইসলাম কচির পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,বিএনপি নেতা এ্যাডঃ তাফসিরুজ্জামান,সৈয়দ নিয়ামত আলী,জিএম আসাদুজ্জামান,সাজ্জাদ হোসেন,সাইফুল ইসলাম পাইক,মুন্না সরদার,আলিম খান,সৈয়দ মাহমুদ আলী, আসাদুজ্জামান পাইক,শাহাজাদা আলমগীর, আজিবুল্লাহ শেখ,ইসরাইল বাবু,বনি আমিন সোহাগ, জিএম হিরক,ওলিয়ার রহমান,জিয়াউর রহমান, অহিদুজ্জামান চঞ্চল, লতিফুর রহমান,ইমরান, সুমন, আবু দাউদ দানিশ, আবুল কাশেম, সাইফুল, মশিয়ার, মাহবুব,অপু দাস, আমিনুল,রুবেল প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260