রূপসায় সারের ডিলার পরিবর্তন চেয়ে কৃষকদের আবেদন | বঙ্গ নিউজ

রূপসায় সারের ডিলার পরিবর্তন চেয়ে কৃষকদের আবেদন

6 October 2024, 2:28:59
নিজস্ব প্রতিনিধি:
রূপসায় ৩নং নৈহাটী ইউনিয়নের সারের ডিলার মেসার্স যুবরাজ এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ নাসির হোসেন সজল এর অনিয়ম ও দূর্নীতি তুলে ধরে এবং ডিলারশীপের পরিবর্তন চেয়ে গত ২৯ সেপ্টেম্বর দুপুরে  খুলনা জেলা প্রশাসকের  নিকট লিখিত অভিযোগ করেছে স্থানীয় কৃষকবৃন্দ। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়  নৈহাটী ইউনিয়নের সারের ডিলার মেসার্স যুবরাজ এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ নাসির হোসেন সজল তার সারের ডিলারশীপ নেওয়ার পর হইতে নিজে না চালিয়ে আঃ হালিম (মোবাঃ ০১৭১৭০০৭৬৪০) নামে এক অসাধু ব্যক্তিকে দিয়ে ব্যবসা পরিচালনা করছে। আমরা ইউনিয়নের কৃষরা আমাদের প্রয়োজনীয় সার আনতে গেলে আঃ হালিম সরকারী নির্ধারিত দামের চেয়েও অতিরিক্ত দাম নেয় এবং নির্দিষ্ট সময়ে আমরা আমাদের প্রয়োজনীয় সার পায় না। তার দোকানে সার মজুদ থাকা সত্ত্বেও সে আমাদের কৃষকদের  না দেবার তালবাহনা করে। । পরবর্তীতে সে অতিরিক্ত দামে অন্য এলাকায় খুচরা দোকানে ঐ সার বিক্রয় করে। এই বিষয়ে আমরা কৃষকরা রূপসা থানার কৃষি অফিসারকে বার বার অবগত করলেও কোন সমাধান পায়নি। এতে করে আমরা কৃষকরা নির্দিষ্ট সময়ে সার না পেয়ে এবং অতিরিক্ত দামে ক্রয় করার কারনে আমাদের ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। আর এ কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছি। এমতাবস্থায় আমরা কৃষকেরা আপনার মাধ্যমে উক্ত ডিলার পরির্বতের জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আবেদনকারীদের মাধ্যমে জানা যায়, জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেছে অচিরেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: