রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

রূপসায় সরকারি রাস্তার পিচ নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ; শিক্ষার্থীসহ ৭ জন আহত

20 September, 2025 11:18:59

 

রূপসা প্রতিনিধি ঃ
রূপসায় সরকারি রাস্তার পিচ নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী সহ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর যখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, শুক্রবার বিকালে তিলক গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন খুলনার আজম খান সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী আদরি খাতুন তার পিতা নুর ইসলাম, রানা শিকারি, করিম শিকারি, ও অজ্ঞাত কয়েকজন।
রূপসার তিলক গ্রামে সরকারি সড়কের সংস্কারের কাজ চলছে। পুরনো সড়কের অবশিষ্ট পিচ নেওয়ার সময় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় । এ সময় একই এলাকার ইমামুল শিকারির সহ তাদের পরিবারের লোকজন ভুক্তভোগীদের উপর শাবল, বাসের লাঠি নিয়ে হামলা করে। হামলায় গুরুতর মাথায় জখম হয়ে আহতরা রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যখম কৃতরা ভ্যানচালক ও দিনমজুর।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support