রূপসায় সম্পাদক আবু সাঈদের অসুস্থ পিতার শয্যা পাশে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

রূপসা প্রতিনিধি ঃ
রূপসার কৃতি সন্তান, জাতীয় দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রখ্যাত সাংবাদিক আবু সাঈদের পিতা হাজী আব্দুস সোবহান শেখ(৮৭) বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় নিজ বাসভবন নৈহাটি পশ্চিম পাড়াতে আছেন। অসুস্থ চাচাকে দেখতে আজ বেলা ১১ টায় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা তার শয্যা পাশে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। পাশাপাশি সকল সাংবাদিক নেতৃবৃন্দরা তার সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রাজু আহমেদ খান সহিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাফিজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈমুজ্জামান শরীফ, নির্বাহী সদস্য আইয়ুব আলী ফকির, শামীম চৌধুরী মিঠু, মামুন শেখ, ফরিদুল বাবু প্রমুখ। এ সময় সাংবাদিক আবু সাঈদ এর দুই সহোদর রূপসা প্রেসক্লাবের সদস্য আবু হারুনার রশিদ ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ সেখানে উপস্থিত ছিলেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: