রূপসায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

রূপসা প্রতিনিধি:
শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সদরে প্রতিষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক এক অভিভাবক সমাবেশ আজ ১৪ আগষ্ট সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার সরকার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মেজবাহ উদ্দিন খান, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, শিক্ষক আসাদুজ্জামান সরদার, শিক্ষক মাওলানা ইমদাদুল হক, শিক্ষক তুষার কান্তি দত্ত, অভিভাবক তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোহাম্মদ জাকির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের মাঝে একটি সুন্দর সমন্বয় গড়ে তুলতে হবে। কেননা বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা যাতে বাড়ি এবং বিদ্যালয়ে যথাযথভাবে পড়াশোনায় মনোনিবেশ করছে কিনা সে ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যাবে।
একটি সুন্দর ও শিক্ষিত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় খুবই জরুরী। সমাবেশে প্রায় শতাধিক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: