রূপসায় যৌথ অভিযানে ১টি পিস্তল,২টি শুটার গান,হাত বোমা,গোলাবারুদ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ জন আটক | বঙ্গ নিউজ

রূপসায় যৌথ অভিযানে ১টি পিস্তল,২টি শুটার গান,হাত বোমা,গোলাবারুদ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

12 September 2024, 8:41:47

বঙ্গ ডেস্ক:

খুলনার রূপসায় যৌথ অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ওয়ান শুটার গান, ৩ টি হাত বোমা, ২ টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করে

খুলনা জেলার রূপসা উপজেলাধীন খেজুর তলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বুধবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটে  উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ (২৯) এবং তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) কে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশী 9mm পিস্তল এবং ০২টি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক ‍জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক এলাকায় তাদের আরও কয়েকটি আস্তানা রয়েছে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও ০২টি ওয়ান শুটার গান, ০৩টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামতসহ রূপসা থানায় হস্থান্তর করা হয়।

 

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: