রূপসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন | বঙ্গ নিউজ

রূপসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

16 December 2024, 1:40:06

আ: মজিদ সেখ 

রূপসায় যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস ২০২৪ পালন করেছে উপজেলা প্রশাসন।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধোনির মাধ্যমে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে বিজয় দিবসের সূচনা হয়। এবং সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে রূপসা উপজেলা পরিষদ বিজয় মঞ্চে পুস্পস্তবক অর্পণ। উপজেলা প্রশাসনের পরপরই বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

৯.১৫ মিনিটে রূপসা ঘাট সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।

৯.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এর উপস্থিতিতে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।

১০.০০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান। বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু‌।

এছাড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।হাসপাতাল এতিমখানা ও শিশু কেন্দ্র সমুহে উন্নত মানের খাবার পরিবেশন সহ সকল মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি -আধা সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে বিজয় দিবস উদযাপনে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয় উপজেলা পরিষদ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: