রূপসা প্রতিনিধি :
রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তল এর তাজা কার্তুজসহ সোহাগ হাসান শেখ @ আবির নামে এক যুবক কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের ইশারাফ শেখের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকালে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ আকরামুল হক সঙ্গীয় ফোর্স ইলাইপুর এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে জাবুসার মোড়ে অবস্থান করতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ইলাইপুর গ্রামস্থ আনসার ক্যাম্পের পাশে জনৈক মোঃ রেজাউল শেখ এর চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌছালে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে সোহাগ হাসান শেখ @ আবির হাসান সোহাগ (৩৪) পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করলেও আরো ২/৩ জন পালিয়ে যায়।
সোহাগ কে জিজ্ঞাসাবাদে তাহার নিকট অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি আছে মর্মে স্বীকার করে। এসময় একটি রেজিস্টার বিহীন কালো রংয়ের মটর সাইকেল ও মাদকদ্রব্য, অস্ত্র কেনা বেচার নগদ ১৭,১১০ টাকা উদ্বার করা হয়। এছাড়া মটর সাইকেলের সিটের নিচে কালো কসটেপ দ্বারা পেচানো অবস্থায় ২টি ৭.৬৫ এমএম পিস্তল এর তাজা কার্তুজ সোহাগ নিজ হাতে বের করে দেয়। পুলিশ আরো জানায়, সোহাগ আগ্নেয়াস্ত্র প্রদর্শন সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করিয়া রূপসা থানা এলাকায় জনসাধারনের মনে ভয়ভীতি দেখাইয়া অপথে অবৈধ অর্থ উপার্জন করিতেন মর্মে স্বীকার করে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রেনেট বাবুর অর্থ আদায়কারী সোহাগকে পিস্তল এর তাজা কার্তুজ,মোটরসাইকেল ও নগত অর্থসহ আটক করা হয়। সোহাগ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থানা এলাকায় জনসাধারনের মনে ভয়ভীতি দেখাইয়া অবৈধপন্থায় অর্থ উপার্জন করে আসছে। সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260