রবিবার ২৬ অক্টোবর, ২০২৫
রূপসায় মাল্টা ও কমলা লেবু চাষ করে নিজের ভাগ্য পরিবর্তনে আশাবাদী জাহাঙ্গীর ফকির
20 October, 2024 1:01:18
নিজস্ব সংবাদদাতা ঃ
মাল্টা ও কমলা লেবু চাষ করে অনেকের স্বাবলম্বী হওয়ার গল্প শুনে থাকি আজ জানবো রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর ফকির মাল্টা ও কমলা লেবুর আবাদ কাহিনী। সফল হয়ে জাহাঙ্গীর ফকির তার ভাগ্য বদলাতে চায় । আনুমানিক তিন বছর আগে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। বর্তমানে প্রতিটি গাছে মাল্টা এবং কমলার ফলন হয়েছে। তার স্বপ্ন বাস্তবে পরিনত হতে যাচ্ছে। তিনি বলেন একসময় বেকার সময় কাটানোর পর কৃষিতে যুক্ত হলেও সফলতা পাইনি। একপর্যায়ে জীবননগর বেড়াতে গিয়ে প্রচুর দেশি মাল্টার গাছ দেখতে পাই। চাষিদের সঙ্গে কথা বলে জানতে পারি,তারা মাল্টা চাষ করে তারা লাভবান। এরপর এলাকায় এসে আমি কিছুদিন পর ওই জেলা থেকে মাল্টার চারা সংগ্রহ করে জমিতে মাল্টার চারা গাছ রোপণ করি এবং গাছ গুলোয় এখন ফল এসেছে।তিনি জমিতে বারি-১, ভিয়েতনামি ও ইয়োলোকিং জাতের মাল্টার চারা রোপন করেন এবং এই মাল্টা গাছে ফলনের জন্য তিন বছর অপেক্ষা করতে হয়।জাহাঙ্গীর বলেন,মাল্টা গাছে ফুল আসে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। বারি-১ জাতের দেশি মাল্টা নভেম্বর মাসে খাওয়ার উপযোগী হয়। কমলা হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসে। নভেম্বর মাস যখন দ্বারপ্রান্তে জাহাঙ্গীর তখন মাল্টা বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন আমি রূপসার মাটিতে মাল্টা চাষে সফলতা দেখাতে চান। একসময় সবুজ মাল্টা ক্রেতারা কিনতে চাইত না। তবে বর্তমানে বাজারে দেশি মাল্টার ব্যাপক চাহিদা, কারন এটি একটি ফরমালিনমুক্ত ফল।
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support
