মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

রূপসায় মহিলা জামায়াত সেক্রেটারির দাফন সম্পন্ন

17 September, 2024 12:30:00

নিজস্ব প্রতিবেদক ঃ 

রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের মাস্টার পাড়ার বাসিন্দা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপসা উপজেলার নায়েবে আমির মাস্টার ফজলুল হকের সহধর্মিণী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপসা উপজেলার মহিলা বিভাগের সেক্রেটারি সকিনা বেগমের (৬২) দাফন সম্পন্ন হয়েছে। গত ১৬/০৯/২০২৪ইং তারিখ রাত আনুমানিক ০৯.৩০টায় ব্রেন স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিন সন্তান ও চার মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে যান। ১৭/০৯//২০২৪ তারিখ স্হানীয় বায়তুল আমান জামে মসজিদে জোহর বাদ মৃতের জানাজা সম্পন্ন হয়।জানাজায় ইমামতি করেন মৃতের স্বামী মাস্টার ফজলুল হক। জানাজা পুর্ব সভায় বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম, ও মৃতের বড় ভাই। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, রূপসা উপজেলার আমির মাওঃ লাবিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ডাঃ হাবিবুল্লাহ ইমন, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি আনোয়ার আলী,নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ , নৈহাটি ইউনিয়ন আমির অধ্যাপক গিয়াস উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি ডাঃ সাইফুল ইসলামসহ বাংলাদেশ জামাত ইসলামের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আশেপাশের সকল মসজিদের ইমাম ও মুসল্লীগন ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জানাজা শেষে মৃতের লাশ বাইতুল আমান জামে মসজিদের কবরস্থানে শায়িত করা হয়।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support