রূপসা প্রতিনিধি:
খুলনার রূপসায় বিশ্ব হাত ধোয়া দিবস
উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত র্যালি, আলোচনা সভা ও হাতধোঁয়া প্রদর্শনী বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী।
এনজিও জেজেএস এর সার্বিক সহযোগিতায় সভা পরিচালনা করেন রূপসা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, জেজেএস ম্যাক্স বিআইডব্লিএসি উপজেলা শাখা ম্যানেজার ফারুক আল মাসুদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন শেখ, জলিল শেখ, রমেন্দ্র নাথ পোদ্দার, নীলা বিশ্বাস, সুমিত্রা হালদার, মুরাদ শেখ, রুকাইয়া আফরিন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260