রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত | বঙ্গ নিউজ
হোম / আঞ্চলিক, জাতীয় / বিস্তারিত

রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

14 July 2025, 1:56:09

 

রূপসা প্রতিনিধিঃ

রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ১৪ জুলাই বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাজেদুল হক কাওসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আনোয়ার কুদ্দুস।
বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক,পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্লব পাল, নুর ইসলাম মোড়ল, শুকুর আলামিন,লাকী খানম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের শহিদুল ইসলাম, হাফিজা খাতুন, শিবানি বৈদ্য, তানিয়া আক্তার, ইলা রানী মৃধা,পারভীন আক্তার, জবা রানী পাল, নাছিমা বেগম, নিপা বৈরাগী, সাজ্জাদ হাওলাদার,কাজী বাবু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন শ্রীফলতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর ইসলাম মোড়ল। এছাড়া খুলনা জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী নির্বাচিত হন আইচগাতী ইউনিয়নের তানজিনা আফরিন মিনি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: