নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ আজ ৯ অক্টোবর সন্ধ্যায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রূপসা উপজেলার নৈহাটী এবং টিএসবি ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।এরপর তিনি টিএসবি ইউনিয়নের তালতলা সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মন্দির গুলোতে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান, টিএসবি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা বাদশা জমাদ্দার, মুন্না সরদার, খান আলিম হাসান, মাসুদ খাঁন, জহিরুল হক শারাদ, সাবেক ছাত্রনেতা শান্ত শেখ, যুবদল খুলনা জেলা শাখার সাবেক সহ সভাপতি আব্দুল্লাহেল কাফী সখা, মোল্লা রিয়াজুল ইসলাম, ওয়াহিদুজ্জামান সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাবির আলী, যুবদল নেতা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সুমন, শাহাজামান প্রিন্স, বিএনপি নেতা শেখ শামীম হাসান, টিটো জমাদ্দার, জিয়া খান, কামরুল ইসলাম মোড়ল, নজরুল শেখ, জাকির শেখ, মোঃ বাবুল শেখ, দেলোয়ার শেখ, কামরুল ইসলাম, মনিশংকর রায়, সাবেক জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাইদ, শাহাজাদা আলমগীর, লিটু জমাদ্দার, জাহিদুল ইসলাম, জগলুল হায়দার বাবু, ফরহাদ হোসেন, মুক্তাদির বিল্লাহ, এস এম মাসুদ, টিএসবি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সচিব মো: নাঈমুল ইসলাম, খান রাসেল, জুলহাজ সরদার, ফারুক হাসান, মঞ্জুর শেখ, আলামিন চুকদার, জাহিদ শেখ, গোলাম রসুল, হেলাল, রাকিবুল, তাহের, কাজী সফর, ছাত্রদল নেতা সাব্বির হোসেন, মিরান, মুস্তাকিম বিল্লাহ, মো: রেজয়ান বীন জিহাদ, কাজী তামিম, মো: সিহাব, আবু হোসেন বাবু, মিকাইল ইসলাম, মো: জিসান, মো: হামীম, অজয় দাস, মো: খালিদ, আব্দুল্লাহ, রিস্তাদুল, তরিকুল, সালমান, শাফিউর, সাইফুল, সাগর, অন্তু, ইমন, শাকিল, শাওন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260