রূপসা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে রূপসা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ) সুপার সুশান্ত সরকার। তিনি আজ বৃহস্পতিবার রূপসা উপজেলার কুদির বটতলা সার্বজনীন পূজা মন্দির, নৈহাটি কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দির, দেবীপুর সার্বজনীন পূজা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং পূজারীদের সাথে মতবিনিময় করেন । এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ এনামুল হক, ডিবি ওসি ( খুলনা) বাদল খন্দকার , রুপসা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, রুপসা উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, নৈহাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে , দেবীপুর পূজা মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাজু কুমার দাস , অসিত কুমার দাস, মলয় বিশ্বাস , রতন পাল, সুবল দে , পরিতোষ দত্ত, উজ্জ্বল কুমার মিত্র, দেবপ্রসাদ পাল, মলয় কুমার ঘোষ, প্রশান্ত সাহা , নিমাই রায়, অরুন কুমার পাল, অনুপ কুমার সাহা , অচিন্ত্য পাল ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260