মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক ইমন গাজীর মৃত্যু

25 October, 2025 9:55:37

রূপসা প্রতিনিধি ঃ 
 রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন গাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৫ অক্টোবর শনিবার দুপুর আড়ায়টার দিকে উপজেলার বাগমারা-চর রূপসাস্থ প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট প্রাঃ লিমিটেড কোম্পানির মধ্যে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা ভ্যান চালক আব্দুল কুদ্দুস এর ছেলে ইমন গাজী।
বাগমারা-চর রূপসাস্থ প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট লিঃ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের শেখ লোক মাধরফতে ইমন গাজীকে তার মাছ কোম্পানির ভেতরে আমড়া গাছের ডালপালা কাটার জন্য নিয়ে যায়। ডালপালা কাটার ইমন গাজী একপর্যায়ে আকষ্মিকভাবে পা পিছলে পড়ে যাওয়ার সময় নিচে বৈদ্যুতিক তারের উপর পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে প্রথমে পূর্ব রূপসার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমনের ছোট চাচা ভ্যান চালক আব্দুস সালাম শেখ বলেন, প্রিয়াম মাছ কোম্পানির আব্দুল কাদের সাহেব তার মাছ কোম্পানির মধ্যে আমড়া গাছের ঢালপালা কাটার জন্য তার ভাতিজা ইমনকে লোক দিয়ে ডেকে নিয়ে যায়। ডালপালা কাটতে যেয়ে পা পিছলে নিচে বৈদ্যুতিক তারের ওপর পড়ে মারা যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমনের মরদেহ ২৭ অক্টোবর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির আইসি (এসআই) মোঃ আকরাম হোসেন এ প্রতিবেদককে বলেন, ইমন গাজী বাগমারা-চর রূপসাস্থ প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট লিমিটেড কোম্পানির মধ্যে বৈদ্যুতিক কাজ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। তার মরদেহ ময়নাতদন্ত তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণা করা হয়েছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support