রূপসায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ | বঙ্গ নিউজ
হোম / আঞ্চলিক, রাজনীতি / বিস্তারিত

রূপসায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

26 August 2024, 2:14:28

রূপসা প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রূপসা উপজেলা জাতীয়বাদী দল (বিএনপি) অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন দল। ২৬ আগস্ট বেলা ১ টায় বিক্ষোভ মিছিলিটি রূপসার ব্যাংক চত্বর ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রূপসা ঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান মোল্লা। নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব দিদারুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ মল্লিক, সিনিয়র যুগ্ন আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ন আহবায়ক মোহাম্মদ রবি, রয়েল আজম, উপজেলা যুবদলের সভাপতি রুবেল মীর। এ সময় আরও বক্তৃতা করেন শ্রমিক দল নেতা ইউনুস গাজী, তায়েফুর রহমান দাঁরা , হান্নান মীর, রূপসা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব , তাঁতী দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, খুলনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও প্যানেল চেয়ারম্যান ইলিয়াস শেখ, মিজানুর রহমান, আরিফ শেখ, কাজী জাকারিয়া, আল আমিন, মিকাইল, মাসুম শেখ রাজু, নাঈম, লাভলু, মাজহারুল ইসলাম , কাকলি, শিল্পী, সুমন, হাসান, রনি, মাসুদ মীর, সেলিম প্রমুখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: