নিজস্ব প্রতিবেদক
খুলনার রূপসায় কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে কাজদিয়া কলেজ রোডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ কোরিয়া বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, সাবেক ছাত্রনেতা শান্ত শেখ। ছাত্রদল ও যুবদল আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রূপসা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইসরাইল বাবু, যুবদল নেতা শাহাজাদা আলমগীর, ছাত্রদল নেতা দানিশ আরশাদ, জিএম হিরক, যুবদল নেতা ইমরান শেখ, কবির শেখ,বাপ্পি খান, সাহিদুল ইসলাম, মশিউর রহমান, অলিদ, মাহাবুবুর রহমান, রেজাওয়ান আহম্মদ, মোঃ মিরান, মিজানুর রহমান জনী, নয়ন পাইক, রাহাত হোসেন, কাজদিয়া কলেজ ছাত্রদল নেতা সিফাত রহমান পনি, সাঈদ মীর, মেহেদী হাসান খান, মুশফিকুল আলম, ইমরান হোসেন, ইমরান শেখ, সেলিম (তুফান), রাকিব আহাদ, করিম শেখ, হাসিবুর রহমান, মো: হৃদয়, তামিম, সাঈদ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260