রূপসায় বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ প্রার্থী বিজয়ী | বঙ্গ নিউজ

রূপসায় বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ প্রার্থী বিজয়ী

18 December 2024, 1:45:25

রূপসা প্রতিনিধি:

রূপসা -বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আগামী ২৮ ডিসেম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ গত ১৮ ডিসেম্বর দুপুরে রূপসা স্ট্যান্ডনাস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশনার শাহ মোঃ জিয়াউর রহমান স্বাধীন। জেডিএল ভুক্ত ১২টি ও লাইন সম্পাদক ৫টি পদ মোট ১৭ টি পদের নির্বাচনের ৬টি পদে কোন প্রতিদ্বন্দ্বী না’থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সভাপতি মোল্লা আনারুল ইসলাম, নির্বাহী সভাপতি মোল্লা সাইফুর রহমান, কার্যকরী সভাপতি এস এম মোর্শেদুর রহমান ( লিটন) , সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তারেক । বাকি ১১ টি পদের প্রার্থীরা আগামী২৮ ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা যায় ‌। এ সকল পদের প্রার্থীরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ২ জন যথাক্রমে মোঃ নাসির শেখ- প্রতীক হরিণ, বিকাশ মিত্র- প্রতীক মোটরসাইকেল। সহ-সভাপতি পদপ্রার্থী ৩জন যথাক্রমে খান কামরুজ্জামান- প্রতীক মোরগ, মোঃ মিঠু মোল্লা- প্রতীক আনারস, মোঃ রেজাউল মোল্লা- প্রতীক মাছ। সহ- সাধারণ সম্পাদক পদপ্রার্থী ২জন যথাক্রমে মোঃ সোহেল -প্রতীক ঠেলাগাড়ি, মোঃ শুকুর আলী -প্রতীক উড়োজাহাজ। উপ-সম্পাদক পদপ্রার্থী ৩জন যথাক্রমে আবুল কালাম ভূঁইয়া- প্রতীক টিউবওয়েল, মোঃ রেজাউল করিম- প্রতীক দোয়াত- কলম, সরদার মনিরুল ইসলাম- প্রতীক সিলিং ফ্যান। কোষাধক্ষ্য পদপ্রার্থী ২জন যথাক্রমে তায়েফ উদ্দিন শেখ দাদা- প্রতীক কাপ- পিরিচ, কবির উদ্দিন- প্রতীক বৈদ্যুতিক বাল্ব। দপ্তর সম্পাদক পদপ্রার্থী ২জন যথাক্রমে আব্দুল রহমান শেখ- প্রতীক তালা- চাবি, মোঃ তৌহিদ উদ্দিন শেখ- প্রতীক মই। লাইন সম্পাদক পদপ্রার্থী ৮ জন যথাক্রমে মোঃ আজিজুল শেখ- টেবিল, আশরাফুজ্জামান শাহীন- প্রতীক হাঁস, গহর আলি- প্রতীক ক্রিকেট ব্যাট, জান্নাতুল নাঈম- প্রতীক ফুটবল, হাওলাদার জাহিদ হোসেন- প্রতীক বালতি, শাকিল চৌধুরী -প্রতীক রেডিও, সেলিম মুন্সি -প্রতীক মাইক ও শওকত আলী খান- প্রতীক ঘুড়ি । এ সময় উপস্থিত ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি মোল্লা আনারুল ইসলাম, নির্বাহী সভাপতি সাইফুর রহমান মোল্লা, কার্যকরী সভাপতি এস এম মুর্শেদুর রহমান (লিটন), সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন শেখ, যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তারেক, রূপসা চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের নেতা মোল্লা রিয়াজুল ইসলাম, আব্দুর রশিদ শেখ, সাইফুল্লাহ তুহিন, জেলা যুবদল নেতা মোঃ মাইনুল হাসান, তাইফ উদ্দিন দ্বারা, রকিব উদ্দিন রশিদ,সাকির চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, মোঃ শওকত খান, আজিজুল ইসলাম, জাকির, রাকিব হাসান, শফিকুল, আসাদ শেক, মেহেদী হাসান, আজিজুল মোল্লা, আব্দুল জব্বার, শরিফুল ইসলাম প্রমুখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: