রূপসা প্রতিনিধি:
রূপসায় বাথরুমের বদনা ব্যবহারকে কেন্দ্র করে মামির সাথে বিবাদ অতঃপর মামার গাছ কাটা দায়ের কোপে প্রতিবন্ধী ভাগ্নে, কিশোরী ভাগ্নি ও ভগ্নিপতি জখম। ঘটনাটি ঘটেছে রুপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামে। ভুক্তবাদী সূত্রে জানা যায়, কালাম সরদার ও শাহিনা বেগমের স্কুল পড়ুয়া মেয়ে রাখি খাতুন (১৩ ) মৃত নানীর ব্যবহৃত বদনা নিয়ে বাথরুমে গেলে মামি (মামার স্ত্রী) মরিয়ম বেগমের সঙ্গে বদনা ব্যবহার করা নিয়ে তর্ক- বিতর্ক হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের স্বামী আবদুল্লাহ শেখ ভগ্নিপতি কালাম সরদার (রাখির পিতা) এর উপর চড়াও হয়ে দা ও লাঠি-সোটা দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে কালাম সর্দারের বাম হাত ভেঙে যায়। চিৎকার চেঁচামেচি শুনে রাখির প্রতিবন্ধী ভাই তুরান সরদার (২৩) বাইরে এসে মামা আব্দুল্লাহ শেখ এর কাছে পিতাকে মারার কারণ জিজ্ঞেস করলে তাকেও গাছ কাটা দায়ের কোপে মারাত্মকভাবে জখম করে। উপস্থিত পাড়া প্রতিবেশী তুরান সরদার ও তার পিতা কালাম সরদারকে মুমূর্ষ অবস্থায় প্রথমে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তুরান সরদারের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা বিষয়টি অবগত হয়ে তাদেরকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে ভুক্তভোগী মোঃ কালাম সরদার (৪৮), পিতা- মৃতঃ জব্বার সরদার রূপসা থানায় হাজির হয়ে বিবাদী ১। মোঃ আব্দুল্লাহ শেখ( খোকন) (৬০), পিতা-মৃতঃ আবুল হোসেন, ২। মোঃ মহিউদ্দিন গেরু (২৫), পিতা- মোঃ আব্দুল্লাহ শেখ( খোকন), ৩। মরিয়ম বেগম (৪২), স্বামী- মোঃ আব্দুল্লাহ শেখ (খোকন), ৪। মোঃ আইয়ুব খান (৫২), পিতা- মৃতঃ আবুল হোসেন, সর্ব সাং- রামনগর, থানা-রূপসা, জেলা-খুলনা সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করে। এজাহারে বাদী কালাম সরদার উল্লেখ করেন
আসামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হতে শত্রুতা রয়েছে। এরই ধারাবাহিকতায় বিবাদীগণ সহ অজ্ঞাত নামা ৪/৫ জন গত ৫ জুন সকাল অনুমান ১১ টার সময় হাতে বড় গাছ কাটা দা, চাপাতি, লোহার রড, শাবল কুড়াল, বাঁশের লাঠি, সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ঘরের সামনে এসে সামান্য বিষয়কে কেন্দ্র করে ১নং আসামী আমার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে ৪নং আসামীর হুকুমে ১নং আসামীর হাতে থাকা লোহার রড দ্বারা আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করলে আমার বাম হাতের হাড় ভাঙ্গা জখমের সৃষ্টি হয়। আমার প্রতিবন্ধি ছেলে মোঃ তুরান সরদার এগিয়ে আসলে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বড় গাছ কাটা দা দিয়ে সজোরে কোপ মারে ও চাপাতি দ্বারা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে শরীরের ডান হাতের বাহুতে এবং সাহাদত আঙ্গুলে গুরুতর রক্তাক্ত জখম করে। মারামারির এক পর্যায়ে ৪নং আসামী আমার মাজায় লুঙ্গির কোচরে থাকা নগদ ১৯,৫০০/-(উনিশ হাজার পাঁচশত) টাকা নিয়ে যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ বলেন লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260