রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সরকারি বঙ্গবন্ধু কলেজের সন্নিকটে বজ্রপাতের সময় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে । পারিবারিক সূত্রে জানা গেছে জাবুসা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (২৯) আজ ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার সময় সরকারি বঙ্গবন্ধু কলেজের সন্নিকটে আসন্ন ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত প্যান্ডেল তৈরি করার জন্য একটি গাছে উঠে মাইক বাঁধতে যায় । এ সময় আকস্মিক বজ্রপাত হলে উক্ত যুবক গাছ থেকে পড়ে যায় এবং মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260