মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

রূপসায় ফ্রী মেডিকেল ও দন্ত ক্যাম্প অনুষ্ঠিত

31 August, 2024 9:51:20

 

রূপসা প্রতিনিধিঃ

মানবিক সহায়তা কার্যক্রমের অঙ্গিকারে মেসার্স সিরাজ মেডিকেল হল  ও ফিউচার টার্গেট যুব একাডেমির সার্বিক সহযোগিতায়  ফ্রি মেডিকেল ক্যাম্প ৩১ আগস্ট শনিবার সকাল ১০ টায় রামনগর মুজিবর মোড়ে ফিউচার টার্গেট যুব একাডেমির ক্লাব অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফিউচার টার্গেট যুব একাডেমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুজিবর রহমান। মেডিকেল ক্যাম্পে আগত  উপকারভোগীদের  স্বাস্থ্য পরিক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন ডা: ফারজানা ইয়াসমিন  ও
ডা: অভিজিৎ মৃধা।
ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি তানভীর রহমান।
সভায় স্বাগত  বক্তৃতা করেন ফিউচার টার্গেট যুব একাডেমির উপদেষ্টা  ও  মেসার্স সিরাজ মেডিকেল হলের স্বত্বাধিকারী
মোঃমোস্তাফিজুর রহমান। সমন্বয়কারী  আনন্দ মন্ডলের পরিচালনায় আরও  উপস্থিত ছিলেন
মোঃ মোশারফ হোসেন, কর্মকর্তা মুহিত শেখ, মোঃকবির হোসেন,সাংবাদিক চন্দন ভট্টাচার্য্য,  মো: ফরিদ উজ জামান, শাহ্ জামান প্রিন্স, নোমান কবির অপু,শেখ ফরিদ বাবু,  শামীম চৌধুরী, সমাজ সেবক মাসুম আলী, গোলাম হোসেন,ফয়সাল উজ জামান,জিহাদ সেখ,সৈকত, আরাফাত, আলভী রহমান, প্রমূখ।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী ব্যবস্থাপত্র গ্রহন করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support