রূপসায় ফ্রী মেডিকেল ও দন্ত ক্যাম্প অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / স্বাস্থ্য / বিস্তারিত

রূপসায় ফ্রী মেডিকেল ও দন্ত ক্যাম্প অনুষ্ঠিত

31 August 2024, 9:51:20

 

রূপসা প্রতিনিধিঃ

মানবিক সহায়তা কার্যক্রমের অঙ্গিকারে মেসার্স সিরাজ মেডিকেল হল  ও ফিউচার টার্গেট যুব একাডেমির সার্বিক সহযোগিতায়  ফ্রি মেডিকেল ক্যাম্প ৩১ আগস্ট শনিবার সকাল ১০ টায় রামনগর মুজিবর মোড়ে ফিউচার টার্গেট যুব একাডেমির ক্লাব অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফিউচার টার্গেট যুব একাডেমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুজিবর রহমান। মেডিকেল ক্যাম্পে আগত  উপকারভোগীদের  স্বাস্থ্য পরিক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন ডা: ফারজানা ইয়াসমিন  ও
ডা: অভিজিৎ মৃধা।
ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি তানভীর রহমান।
সভায় স্বাগত  বক্তৃতা করেন ফিউচার টার্গেট যুব একাডেমির উপদেষ্টা  ও  মেসার্স সিরাজ মেডিকেল হলের স্বত্বাধিকারী
মোঃমোস্তাফিজুর রহমান। সমন্বয়কারী  আনন্দ মন্ডলের পরিচালনায় আরও  উপস্থিত ছিলেন
মোঃ মোশারফ হোসেন, কর্মকর্তা মুহিত শেখ, মোঃকবির হোসেন,সাংবাদিক চন্দন ভট্টাচার্য্য,  মো: ফরিদ উজ জামান, শাহ্ জামান প্রিন্স, নোমান কবির অপু,শেখ ফরিদ বাবু,  শামীম চৌধুরী, সমাজ সেবক মাসুম আলী, গোলাম হোসেন,ফয়সাল উজ জামান,জিহাদ সেখ,সৈকত, আরাফাত, আলভী রহমান, প্রমূখ।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগী ব্যবস্থাপত্র গ্রহন করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: