রূপসায় পল্লী চিকিৎসকদের সাথে সিএসএস কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ

রূপসায় পল্লী চিকিৎসকদের সাথে সিএসএস কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

11 September 2024, 12:17:21

 

নিজস্ব  প্রতিনিধিঃ

রূপসায় পল্লী চিকিৎসকদের সাথে সিএসএস কর্তৃপক্ষের সাথে এক বিনিময়সভা ১১ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২:৩০ মিনিটে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো: মহাসিন উদ্দীনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের প্রকল্প পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ। সভায় বক্তৃতা করেন পল্লী চিকিৎসক মো: মোস্তাফিজুর রহমান,নান্টু গোপাল দে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির রিজনাল ম্যানেজার কামাল হোসেন। আরও বক্তৃতা করেন রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের কো-অর্ডিনেটর সেলিম সেখ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জোনাল ম্যানেজার সালেক উদ্দিন, এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মো: আমির হোসাইন সিদ্দিক, মো: কবীরুজ্জামান,রতন পাল,মো: আলমগীর হোসেন, তরুণ কান্তি পাল,মো: রমজান সেখ,দীপু কুমার,মো: আবু দাউদ,বোরহান উদ্দিন, অলি উল্লাহ, মো: পলাশ শতাব্দী,আ: জব্বার রতন, মো: আসলাম হোসেন, রাজিবুল ইসলাম বাবুল,মো: রাকিব,ম: ইমরান,মো: মহব্বত, অতুল পাল,হামিদা খাতুন,চন্দন ভট্টাচার্য্য,শামিম চৌধুরী, তুহিন,পারভেজ হাওলাদার,আরিফুর রহমান,গোলাম রব্বানী,নাজমুল ইসলাম,সাজেদুল ইসলাম প্রমূখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: