রূপসায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) পালিত | বঙ্গ নিউজ

রূপসায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) পালিত

16 September 2024, 12:59:37

 

রূপসা প্রতিনিধিঃ

উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ- ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হকের পরিচালনায় বক্তৃতা করেন, মাওলানা জামশেদ হোসাইন, হাফেজ হারুন অর রশিদ, হাফেজ মাওলানা গোলাম রসুল, হারুন অর রশিদ, হাফেজ হেদায়েতুল্লাহ, শিক্ষক মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, মাওলানা আলমগীর হোসাইন।
আলোচনা সভায় বক্তারা বলেন হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন সকল মানুষের জন্য উত্তম আদর্শ। তার আদর্শকে লালন করে আমরা আমাদের ব্যক্তিগত , সামাজিক ও রাজনৈতিক জীবনসহ সকল ক্ষেত্রে অনায়াসে আদর্শিক মানুষের পরিচয় দিতে পারি।
যার মাধ্যমে আমরা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনা করতে পারি। তাই সকলকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন আদর্শকে বাস্তব জীবনে পালনের উদাত্ত আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ আবু বক্কর, হাফেজ নিজাম উদ্দিন,
সাংবাদিক মোঃ আখতার খান, আব্দুল জলিল, জাকির হোসেন, হৃদয় হোসেন, আব্দুল্লাহ হক হৃদয় প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে রূপসা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুরূপ অনুষ্ঠান ফাউন্ডেশনের কার্যালয়ে ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বাদ যোহর আলোচনা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: