রূপসায় নানা আয়োজনে জুলাই শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / আঞ্চলিক, জাতীয় / বিস্তারিত

রূপসায় নানা আয়োজনে জুলাই শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত

31 July 2025, 9:24:07

রূপসা প্রতিনিধি :

উপজেলার নেহালপুর মাজেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, এক মিনিট নীরবতা পালন, কবিতা, গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত উত্তম কুমার রায়।
বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফিরোজ সাঁই অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বক্তৃতা করেন শিক্ষক আশীষ কুমার দাস ও শিক্ষক নাসির শেখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাসে জুলাই মাস বেদনাবিধুর স্মৃতি বহন করে। পাশাপাশি এই মাসে যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচারের জন্য যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করার আহ্বান জানান। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক গুণাবলী উন্নয়নের বার্তা প্রদান করেন। তাছাড়া জুলাই শহীদদের ত্যাগের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের জীবনে তা বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের পিটিএ সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: