রূপসায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রূপসা প্রতিনিধিঃ
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রূপসায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ ৩০ সেপ্টেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী।
সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,তথ্য কর্মকর্তা দিলশানারা,পল্লী দারিদ্র্য বিমোচোন কর্মকর্তা রেহেনা আক্তার,রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান,তাবাসসুম কবীর তাছনিম,কাজী মালিহা মাহমুদ,আছিয়া খাতুন প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: