রূপসা প্রতিনিধিঃ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১ লা জানুয়ারী উদযাপন উপলক্ষে পূর্ব রূপসা থানা ছাত্রদল ও রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা গত ২৯ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,খুলনা জেলা যুবদলের সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রিপন। রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরুল আমিন পাপ্পুর সভাপতিত্বে ও পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদের পরিচালনায় বক্তৃতা করেন থানা ছাত্রদলের যুগ্ম সিনিয়র যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম নাসির,
রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সিয়াম,ছাত্রনেতা আল শাহরিয়ার শাহেদ রাতুল,রাফি হাওলাদার, জনি শেখ, মুস্তাকিন বিল্লাহ। টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম আহম্মেদ,ছাত্রদল নেতা মোঃ রেজওয়ান,মোঃ মিকাইল ইসলাম,রাতুল কাজী, মোয়াজ আহম্মেদ,আবু হোসেন বাবু, লাবিবুর আলিফ। ইকরাম শেখ।মোঃ সিহাব শেখ,তরিকুল শেখ,মিকাইল প্রমূখ
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260