নিজস্ব প্রতিবেদক ঃ
রূপসায় গরুচোর সিন্ডিকেটের ২ সদস্যকে গরুসহ জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
৬ অক্টোবর সোমবার ভোর ৬ টায় রামনগর ডায়মন্ড ডকইয়ার্ড সংলগ্ন ঘাটে ট্রলার থেকে গরু ২ টি নামানোর সময় স্থানীয় রামনগর মুন্সীপাড়ার ডকইয়ার্ড শ্রমিকেরা ট্রলারে ৬ জন লোককে দেখতে পায়। শ্রমিকদের দেখে ট্রলার থেকে নেমে ৪ জন পালিয়ে যায়।গরুসহ বাকি ২ জন শ্রমিকদের আটক হয়। আটক মাহাতাব (৪০) পিং-তৈয়ব আলী, সাং - বাগমারা,রূপসা,খুলনা ও রিপন মোল্লা (৩২)পিং-আব্বাস আলী মোল্লা,সাং-তালবুনিয়া, রামপাল,বাগেরহাট, আটককৃতদের ভাষ্যমতে নলীয়ান ইউনিয়নের সুতারখালী গ্রামের তাসের গাজীর বাড়ীতে গরু ও বাছুরটি পুষতে দেওয়া ছিলো,সেখান থেকে নৌপথে ট্রলারে ৬ জন মিলে আনছিলাম। আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়।
স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী রূপসা গরুচোর সিন্ডিকেটের সাথে কয়েকজন মাংশ ব্যবসায়ী জড়িত।বিগত কয়েকবার কয়েকজন সাজাপ্রাপ্ত হয়ে আবারো সেই চোরাই গরু ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে।
তারা আরো বলেন চোর সিন্ডিকেটের সকল সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক বলে দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260