রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

রূপসায় গত তিনদিনের বিরামহীন বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক;কৃষক, মৎস্য চাষীরা বিপাকে

17 September, 2024 8:08:48

 

নিজস্ব  প্রতিনিধিঃ

টানা তিনদিনের অতি বর্ষনে রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে ঘাটভোগ ইউনিয়ন। সরেজমিনে ও ভূক্তভোগীর সাথে আলাপকালে জানা যায়,ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ, ধোপাখোলা, গোয়ালবাড়ির চর গ্রামের দেড় শতাধিক পানের বরজ পানির নিচে তলিয়ে গেছে। তিনটি গ্রামে ফসলি জমি ও মৎস্য ঘেরের ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমান। নরনিয়া, বিল মৌভোগ,বড়জ্বালা,পুটিমারি বিলে এমন কোন ঘের নাই যা পানির নিচে নিমজ্জিত হয় নি। পিঠাভোগ গ্রামে জিল্লাল পাইক জানান, তার দশ শতাংশ জমির উপর অবস্থিত পানের বরজ সম্পূর্ণ তলিয়ে গিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তেমনি একই গ্রামের মাধব রায়,জগদীশ রায়,আসাদ শেখ, গোয়ালবাড়িচর গ্রামের হাফিজুর ভূইয়ার পানের বরজের একই পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। পিঠাভোগ গ্রামের কৃষক শক্তিপদ বসু জানান, ৫ বিঘা জমির উপর মিশ্র মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রবল বর্ষনে তার দুটি ঘেরই পানিতে নিমজ্জিত হয়ে গলদা এবং সাদা মাছ ভেসে গেছে৷ এতে করে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি একই গ্রামের শিবপদ মজুমদারের ১২ বিঘা, বিশ্বজিত পালের ১৫ বিঘা,তাপস পালের ৩ বিঘা, নজরুল শেখের ৩ বিঘা,ধোপাখোলা গ্রামের সঞ্জয় বিশ্বাসের ৩ বিঘা, সনজিত বিশ্বাসের ২ বিঘা, গোয়ালবাড়িচর গ্রামের নাদের আলী ভূইয়ার ৩ বিঘা এবং বাবুল শেখের ২ বিঘা জমিতে অবস্থিত মৎস্য ঘের পানিতে নিমজ্জিত হয়ে মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে পিঠাভোগ,ধোপাখোলা এবং গোয়ালবাড়ির চর এলাকায় অবস্থিত দেড় শতাধিক ঘেরে প্রায় ৯০ লক্ষ টাকা এবং পানের বরজে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি উক্ত ঘেরের পাড়ে চাষকৃত শসা,করোলা,উচ্ছে,তরমুজ,রকমিলন,ঝিঙ্গা,লাউ,কুমড়া,খুশি সহ বিভিন্ন প্রকার সবজ্বি পানিতে তলিয়ে গিয়ে সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের ইউপি সদস্য সমর মন্ডল জানান, নরনিয়া এবং বড়জ্বালা বিলে অবস্থিত পাঁচ হাজার একর মৎস্য ঘের এবং নতুনদিয়া এবং ডোবায় অবস্থিত দুই শতাধিক একর পানের বরজ পানিতে তলিয়ে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া গোয়াড়া, শিয়ালি, বামনডাঙ্গা, চাঁদপুর, বলটি, বান্দাখাল,সিন্দুরডাঙ্গা,ঘাটভোগ,নারকেলি চাঁদপুর, পুটিমারি,আনন্দ নগর,আলাইপুর সহ বিভিন্ন গ্রামে কৃষক,মৎস্যচাষী এবং পান চাষিদের ক্ষতির পরিমান বিপুল। অপরদিকে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক, পাথরঘাটা, পাঁচানী, কাজদিয়া, তালতলা,গিলাতলা,গোয়ালবাথান এলাকায় মৎস্যচাষী,সবজ্বি চাষী এবং পানচাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নৈহাটী ইউনিয়নের জাবুসা,শ্রীরামপুর বিল, বাগমারা বিল,পদ্মবিল সকল মৎস্যঘের পানিতে নিমজ্জিত হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে আইচগাতী ইউনিয়নের দূর্জনীমহল,শ্রীফলতলা ইউনিয়নের বাধাল, ডোমরা, ভবানীপুর এলাকায় অবস্থিত পান বরজ,সবজ্বি ক্ষেত এবং মৎস্য ঘের সহ বড় বড় পুকুর বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি উপজেলায় বিভিন্ন এলাকার বসতবাড়িতে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কাঁচাঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। তেমনি ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান তিনদিনের টানা বর্ষনে শসা, তরমুজ,পানবরজ সহ বিভিন্ন সবজ্বি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support