রূপসায় কৃষি ব্যাংকের ১৬ লাখ টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের ; গ্রেফতার নেই | বঙ্গ নিউজ
হোম / অপরাধ, আঞ্চলিক / বিস্তারিত

রূপসায় কৃষি ব্যাংকের ১৬ লাখ টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের ; গ্রেফতার নেই

16 August 2025, 8:09:48

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ কৃষি ব্যাংক পূর্ব রূপসায় শাখার ১৬ লাখ টাকা লুটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামী উল্লেখ করে ১৬ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে এই মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৭, তারিখ ১৬ আগস্ট।

এদিকে সিসিটিভির ফুটেজ মোতাবেক ১৫ আগস্ট শুক্রবার ভোরের দিকে এই লুটের ঘটনা ঘটে বলে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সিসিটিভি ফুটেজে একজন দুর্বৃত্তকে দেখা গেলেও তার মুখে কাপড় দিয়ে বাধা থাকায় তাকে চিহ্নিত করা যায়নি।

দুর্বৃত্তদের চিহ্নিত করতে ব্যাংকের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগহ্র করেছে থানা পুলিশ। অপরদিকে ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী আফজাল হোসেন, আবুল কাশেম ও তরিকুল ইসলাম এখনো পুলিশ হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, ব্যাংকের সিকিউরিটি আবুল কাশেম ১৫ আগস্ট রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। এরপর তিনি ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা। মালামাল সব তছনছ করা। সিকিউরিটি সাথে সাথে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন। ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে থানায় জানালে থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানসহ অন্যান্য অফিসার এবং বাস স্ট্যান্ড ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসেন। ব্যাংকে ছুটে আসেন ব্যাংকের ক্যাশিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়া স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন ব্যাংকে। ব্যাংকের ভিতরে ছাড়া ভিড় জমে বাইরেও। এসময় ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই। ব্যাংকে চুরি করার আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর রুমাল দিয়ে ঢেকে দেয়। এদিকে ব্যাংক লুট হওয়ার খবরে এলাকার ব্যবসায়ীদের মাঝে অনেকটা উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।

কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিলো, যা লুট হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এঘটনায় অফিসিয়ালি তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা জানতে চাইলে খুলনা বিভাগীয় অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ব্যাংকের পক্ষ থেকে এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করার নিয়ম থাকলেও এখনো করা হয়নি। আগামীকাল অফিস ডে’তে করা হতে পারে। তাছাড়া আমরা এখনো ঘটনাস্থলে অবস্থান করে সার্বিক বিষয় পরিদর্শন ও তদন্ত করছি। জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক তিন নিরাপত্তা প্রহরীকে আসামী করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলে, আমরা কারো নামে মামলা দেইনি। পুলিশ তাদের তিনজনসহ আরো একজনকে জিজ্ঞাসাবাদ করছে। এ ব্যাপারে থানাপুলিশ ভালো বলতে পারবেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। সিসিটিভি’র ফুটেজ মোতাবেক ওই দিন ভোরের দিকে ব্যাংক চুরির ঘটনা ঘটে। আমরা ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: