রূপসা প্রতিনিধি:
রূপসায় দাঁতের ডাক্তার নামের এক কসাইয়ের অপ চিকিৎসার কারণে শাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা ভোগান্তির শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায়। এ বিষয়টি ডেন্টাল নামধারী চিকিৎসক মিজানুর রহমান জুয়েলের কাছে জানালেও এ ব্যাপারে সে কোন প্রতিকার বা কোন ব্যবস্থা গ্রহনে অপরাগতা প্রকাশ করায় চরম বিপাকে রোগী ও তার পরিবার।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে প্রকাশ, রূপসা উপজেলার রামনগর গ্রামের মৃত বশির উদ্দিন চৌধুরীর স্ত্রী শাহানারা বেগম প্রচন্ড দাঁতে ব্যাথার কারণে স্থানীয় কোয়াক ডাক্তার মিজানুর রহমান (জুয়েলের) মালিকানাধীন রাইয়ান ডেন্টাল কেয়ার সেন্টারে ভর্তি হন। রোগী ভর্তির পর ডাক্তার নিজের কাজে ব্যস্ত থেকে তার এক সহযোগীকে দিয়ে রোগীর মাড়িতে ব্যাথা নাশক ঔষধ পুশ না করে মাড়ির উপরিভাগে টাগরাতে ইনজেকশন পুশ করে। যে কারণে দাঁতের ব্যথা ভালো তো হয়নি বরং ক্ষতস্থানে দিন দিন ইনফেকশন হতে থাকে। আর এ কারণে রোগীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন দ্রুত রোগীনিকে খুলনা একটি ডেন্টাল ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।। এ বিষয়টি কথিত ওই ডাক্তারকে জানালে তিনি বিষয়টি কোন ভুরুক্ষেপ না করে রোগিনির ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন। কথিত এই ডাক্তার দীর্ঘদিন ধরে রূপসা থানাধীন পূর্ব রূপসা বাজারের আদর্শ গলি (আড্ডা গলিতে) দাপটের সাথে ১০/১২ বছর যাবৎ ব্যবসা করে আসছেন। তিনি মনে করেন, তাকে প্রতিরোধ করার মত কেউ নেই। আরো অভিযোগ রয়েছে এই ডাক্তারের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সহ বিভিন্ন লোককে দিয়ে তিনি সহকারী হিসাবে কাজ করিয়ে নিচ্ছেন। তাছাড়া এই ডাক্তারের বিরুদ্ধে কমিশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ঔষধ বাণিজ্য ও এজেন্ট নিয়োগে রোগী আনতে কমিশন সিস্টেম চালু রেখেছে বলে অভিযোগ রয়েছে। এলাকার ভুক্তভোগী মহলের প্রত্যাশা এই ঘটনার সঠিক তদন্ত-পূর্বক দোষীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী রোগীর মতো অপ চিকিৎসার শিকার হয়ে অন্যকোন রোগী ভোগান্তিতে না পড়ে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260