রূপসা প্রতিনিধিঃ
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা ৭ অক্টোবর'২৪ সোমবার বেলা ২টায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় ফিল্ড অফিসার মোঃ তৌহিদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হক সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা কামরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুল গফ্ফার, তেরখাদা উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ মহাসিন।
উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম'র পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা হামিদুল ইসলাম, মোঃ আমানুল্লাহ, মোঃ আকতার খান, মাওলানা হেদায়েতুল্লাহ, জাহিদুর রহমান, মাওলানা এম এ সালাম, তৌহিদুল ইসলাম, মাওলানা জামসেদ মোল্লা, মাহফুজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষা কার্যক্রমে অবদান রাখায় ৩ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260