রূপসা প্রতিনিধি :
রূপসায় ঘাট ভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা শনিবার (৪ অক্টোবর) বিকালে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু।
সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি।
উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোশারফ শিকদারের সভাপতিত্বে ও
সদস্য সচিব আছাদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমাউন করির শেখ, সাবেক ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএমএ মালেক, সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস।
এ সময় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কাসেম, হাবিবুর রহমান বেলাল, লিটন মোল্লা, বনী আমিন সোহাগ, জেলা দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম,জেলা সদস্য নয়ন মোড়ল, কামাল ব্যাপারী, নিয়াম মল্লিক, সিহাবুল ইসলাম সিহাব, ফেরদাউস রহমান, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য, খায়রুল ইসলাম খোকন, আসলাম শেখ, বাবুল লস্কর, মেজবাহ মোল্লা, শেখর চন্দ্র বিশ্বাস, প্রাণ গোপাল বিশ্বাস, আব্দুল্লাহ শিকদার, আঃ রউফ শিকদার, কেএম আমিনুল ইসলাম, আলামিন লস্কর, আনিচুর রহমান, গোবিন্দ বিশ্বাস, গৌর চন্দ্র বিশ্বাস, বিএনপি নেতা, খায়ের লস্কর, বিধান পোদ্দার, যুবদল নেতা মোঃ মনির আহম্মেদ লস্কর, মুরছালিন ইসলাম রনি, দাউদ শেখ, আসলাম লস্কর, আরাফাত শেখ, মুস্তাইন শেখ, হামীম, তুহিন লস্কর, তকির বিশ্বাস,শিবলু আহম্মেদ লস্কর, মিন্টু শেখ, মোঃ পাপ্পু ফকির, তমিজ শেখ, আলামিন শেখ, আবু তাহের প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260