রূপসায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল কর্তৃক আয়োজিত কর্মী সভা গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ইলাইপুর মোড়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপি সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম। বক্তৃতা করেন মোঃ আছাফুর রহমান, নৈহাটি ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মহিউদ্দিন মিন্টু, সদস্য দিদারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, লিটন মোল্যা, বনি আমিন সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মোঃ মাসুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আছাদুল ইসলাম বিপ্লব প্রমূখ । সভায় সভাপতিত্ব করেন নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ এনায়েত হোসের । পরিচালনা করেন সদস্য সচিব মোঃ আক্তার শেখ । এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইলিয়াস শেখ, জেলা যুবদল নেতা শাহ জামান প্রিন্স, রয়েল আজম, হুমায়ূন কবীর, মুন্না সরদার, খান আলিম হাসান, নিয়ামত আলী, আফসার শেখ, ওমর আলী ফকির, নাজমুল ইসলাম রাজু, বাবু মোল্লা, ইসরাইল বাবু, ফয়সাল মোহাম্মদ, মিজানুর রহমান, জান্নাতুল নাঈম, মাসুদ মীর প্রমুখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: