রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রূপসা সংবাদদাতা:
রূপসায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন- ২০২৪ উদযাপন উপলক্ষে আজ ১৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা চত্বরে প্রধান সড়কে শুভযাত্রা শেষে এক আলোচনা সভা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন ও পরিচালনা করেন ইউএনও অফিসের অফিস সহকারী মোঃ জলিল শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন হোসেন, রূপসা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছুর রহমান শেখ, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাবুর রহমান, প্রেসক্লাব রূপসার সভাপতি মোঃ রাজু আহমেদ খান সহিদ , রিপোর্টার্স ক্লাবের সভাপতি আঃ রাজ্জাক শেখ, সাংবাদিক মোঃ বেনজীর হোসেন, আইয়ুব আলী ফকির, আব্দুল মজিদ শেখ, নাঈমুুজ্জামান শরীফ, মোঃ আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি সৈয়দ আজগার আলী, সুখদেব বৈরাগী প্রমুখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: