রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

রূপসায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, আবাদি জমি ভরাট হওয়ায় চাষাবাদ হুমকির মুখে

25 December, 2024 1:21:53

রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার রূপসা নদীর পূর্ব পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যেমন ফসলি জমির আকার ও আয়তন পরিবর্তন করা হচ্ছে তেমনি নদীর নাব্যতা বৃদ্ধি পেয়ে ঝুঁকির মুখে পড়েছে (খান জাহান আলী) ব্রিজ অর্থাৎ রূপসা ব্রিজ ও রেলওয়ে ব্রিজ। এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসা অবৈধ নয় তারা বৈধ ব্যবসা করছেন। প্রশাসন এ ব্যাপারে অবগত আছেন।
একাধিক সূত্রে প্রকাশ, খুলনা জেলার রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে রূপসা ব্রিজ পর্যন্ত রাস্তায় কমপক্ষে ৫টি অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই ব্যবসা পরিচালনা করতো সাবেক প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সোহেল। বিগত সরকারের আমলে যারা এই অবৈধ ব্যবসা করছিল তারা শুধুমাত্র লেবাস পরিবর্তন করে পূর্বেকার আমলের মত অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। চলতি আমন মৌসুমে কতিপয় চাষী অভিযোগ করে বলেন, ড্রেজার দিয়ে শুধু তারা বালি উত্তোলন করছে না এর পাশাপাশি তারা বালু সরবরাহকারী পাইপ ফাটিয়ে বিলের মধ্যে থাকা অসংখ্য খালের নাব্যতা হারিয়ে দিচ্ছে। যে কারণে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ড্রেজার দিয়ে শুধু বালু উত্তোলন নয় সব ব্যবসায়ীরা দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত পাইপ টেনে সেখানে বালু ফেলছে শুধু এমনটাই নয় এতে আবাদি জমির পরিমাণ জ্যামিতিক হারে হ্রাস পাচ্ছে। এসব চাষিরা আরো অভিযোগ করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা শুধু দু কিলোমিটার নয় অনেক ক্ষেত্রে ৩-৪ কিলোমিটার দূর পর্যন্ত বুস্টার মেশিন দিয়ে এই বালু অনেকদূর পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। এভাবে বালু ফেলার ফলে চাষিরা চরম লোকসানের মুখে পড়বে বলে তারা দাবি করছেন। কারণ হিসেবে তারা জানান, জমির মধ্যে দিয়ে অতিবাহিত হওয়া খাল ও সিসা গুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সময় মত পানি উঠানামা করতে না পারায় এবং কৃষি জমিতে জোয়ার ভাটার পানি উঠতে না পারায় জমিতে পলি না আসায় এই ক্ষতির আশঙ্কা। এই অবৈধ ব্যবসার পাশাপাশি ড্রেজার ব্যবসায়ীরা বিভিন্ন এলাকার উঠতি বয়সী বখাটে যুবকদের টাকা দিয়ে লালন পালন করছে যে কারণে বিভিন্ন এলাকার অপরাধ প্রবণতা ও বৃদ্ধি পাচ্ছে।
সরজমিনে দেখা গেছে, পূর্ব রূপসার
নদীতে ট্রেজার মেশিন রয়েছে ৫টি। এগুলো যথাক্রমে রবের মোড়ের সুইচ গেট সংলগ্ন বোরহানের ড্রেজার , রুপালি মাস কোম্পানির পিছনে ও বোরহানের বুস্টার,সিগমা মাছ কোম্পানির পাশে কিবরিয়ার ড্রেজার, নিউ ফুডস মাছ কোম্পানির পাশে হুরায়রার ড্রেজার , শুয়োরের খালের রাজু ফিশ মাছ কোম্পানির পাশ দিয়ে শিমুলের ড্রেজার মেশিন দিয়ে অনবরত বালি উত্তোলন করে তা ফসলের জমি ভরাট করছে। এতে করে যেমন ফসলের জমির পরিমাণ হ্রাস পাচ্ছে অন্যদিকে বিলের অভ্যন্তরে থাকা ছোট ছোট খাল গুলো বালিতে ভরাট হয়ে ফসলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে।
এ ব্যাপারে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আকাশ কুমার কুন্ডু জানান এ বিষয়ে তাদের অভিযান অব্যাহত আছে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support