রূপসায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি মেরে গুরুতর আহত করার ঘটনায় থানায় অভিযোগ | বঙ্গ নিউজ

রূপসায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি মেরে গুরুতর আহত করার ঘটনায় থানায় অভিযোগ

16 March 2025, 10:00:12

নিজস্ব প্রতিনিধি ঃ 

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ পুরুষসহ এক অন্তঃসত্ত্বা নারীকে আহত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

গুরুতর আহতবস্থায় ৪মাসের অন্তঃসত্ত্ব নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলা নৈহাটী ইউনিয়নের চর রূপসা এলাকার হালিম শেখের ছেলে হাসান শেখ ও হালান শেখ গং এর সাথে মাঝি শ্রমিকদের সাথে খারাপ আচরণ করার প্রতিবাদে পূর্ব থেকে বিরোধ চলে আসছে খোকন গংদের সাথে।

হালিম শেখ রূপসা নৌকা মাঝি ইউনিয়নের সভাপতি হওয়ায় মাঝি ও শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার ও বাকবিতন্ডায় লিপ্ত হতেন। তিনি তার পাওয়ারে জোরপূর্বক ট্রলারের অতিরিক্ত ট্রিপ বহন করায় এই নিয়ে অন্যান্য মাঝিদের সাথে বিবাদ দীর্ঘদিন থেকে চল আসছে। সভাপতির এই কোন্দল ও ভয়ভীতি দেখাতে তার ছেলে হাসান কে ঢাল হিসাবে ব্যবহার করতো তাদের এহেন খারাপ আচারণ ও জোরপূর্বক ট্রিপ বহন করার করার প্রতিবাদ করে আসছে মাঝি খোকন ব‍্যাপারী গং। এরকম বাধাসৃষ্টি করার প্রতিবাদে গত ১০মার্চ বিকালে আনুমানিক ৩ ঘটিকার সময় হালিম শেখ তার ছেলে হাসান সেখসহ অজ্ঞাত ৩/৪ জন খোকনের ছেলে সাকিব ব‍্যাপারী ও রাব্বি ব্যাপারে কে ডেকে যমুনা বরফ কলের ভিতরে নিয়ে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ভ মারপিট করে। এত ক্ষান্ত না হয়ে
পরবর্তীতে ১৪ই মার্চ সন্ধ‍্যায় আবার তাদেরকে ডেকে নিয়ে যায় হাসান। যাবার পর খোকন কে উদ্দেশ্য করে হাসান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে তখন খোকনের ছেলেরা তার প্রতিবাদ করলে হালিম গং ও খোকন গংদের মধ‍্যে মারামারি শুরু হয়। এ সময় সাকিবের ফুফাতো বোন নাদিরা চার মাসের অন্তঃসত্ত্বা তিনি এগিয়ে এলে হাসান তার পেটে লাথি মারে এতে সে রক্তক্ষরণসহ গুরুতর আহত হয়। মারাত্মক আহত বস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এছাড়া হামলায় আহত হয়ে খোকন বেপারী তার ছেলে সাকিব ব্যাপারী ও রাব্বি ব‍্যাপারী রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা গ্রহণ করে।
স্থানীয়রা জানায়, হাসানের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সে বহিরাগত লোকজন নিয়ে এলাকার মানুষকে মারপিট ও হুমকি ধামকি প্রদান করেন।
মাঝি সমিতির সভাপতি হালিম এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানাযায়।।
ভুক্তভোগী খোকন ব্যাপারী ও তার পরিবার ভীতিকর ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: