শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

রূপসায়  অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলার থেকে পড়ে এক শিশুর করুণ মৃত্যু;প্রতিবাদ করায় যুবক রক্তাক্ত জখম 

23 July, 2025 10:12:41

 

নিজস্ব প্রতিবেদক:
রূপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝার কারণে অজ্ঞাত পরিচয় শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় ট্রলার মাঝিরে একত্রিত হয়ে রায়হান নামের এক যুবককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত যখম করেছে। ঘটনাটি করেছে গতকাল রাত পৌনে নয়টায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসায় আসার পথে নদী পার হওয়ার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এক শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে। পরবর্তীতে ট্রলারটি দ্রুত গতিতে পশ্চিম রুপসা খেয়াঘাট থেকে পূর্ব রূপসা ঘাটে ভিড়লে আরো একটি শিশু নদীতে পড়ে যাওয়ার সময় ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। উপস্থিত লোকজন তাকে ধরে স্থান একটি ক্লিনিকে ভর্তি করেছে। আহত যুবকের বাড়ি রূপসা উপজেলার রামনগর গ্রামে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support