রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

রূপসায় অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত

10 April, 2025 3:46:30

 

নিজস্ব প্রতিবেদক :

রূপসা উপজেলার জাবুসা এলাকার গোপিয়া ব্রিজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্বার করে হাইওয়ে পুলিশ।

পরবর্তীতে তার পরিচয় পাওয়া গেছে। তার নাম আশিকুর বাসার সাদ (২৬)। সে
খুলনা খালিশপুরের বড় বয়রা ফকির বাড়ির বাবলু (খাইরুল) বাসারের ছেলে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু অবস্থায় হাইওয়েতে পড়ে থাকা লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীর সূত্রে জানা গেছে, উপজেলা জাবুসা এলাকার খুলনা-বাগেরহাট মহাসড়কের গোপিয়া ব্রিজের পাশে রাত মাথায় আঘাত প্রাপ্ত রক্তাক্ত মৃত্যু অবস্থায় পথচারীরা দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কাটাখালী হাইওয়ে থানার এস আই আরাফাত জানান, অজ্ঞাত অবস্থায় যুবককে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সে মারা যায়।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support