যুবদলের কেউ অপকর্মে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা:যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদলের কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এমন দুস্কৃতকারীদের ঠাঁই যুবদলে হবে না।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের উদ্দেশ্যে রূপসা উপজেলার পূর্বরূপসা ঘাট এলাকায় পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের রাজনীতির ধরণ বদলে জনগনমুখী রাজনীতি করতে হবে। কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যূত্থানের সুফল থেকে জনগনকে বঞ্চিত করা যাবে না। আমাদের একটি ভুলের জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ইমেজ সংকটের সৃষ্টি হয়-এমন কোনো কাজ করা যাবে না। আমাদের অনৈক্যের কারণে যেনো গণহত্যাকারী মাফিয়া লুটতরাজকারী আওয়ামী ফ্যাসিষ্টরা রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে; সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: জুলফিকার আলী খান জুলু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস এম মুরশিদুল রহমান লিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জেলা যুবদশের সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী মোল্লা, জেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক তায়েব উদ্দীন দারা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বেল্লাল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, আনসার আলী বিশ্বাস, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম, কবীর শেখ, হুমায়ন কবির,উপজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম তারেক, ইউনিয়ন বিএনপির সদস্য সচীব দিদারুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, মুন্না সরদার, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ, যুবদল নেতা রিপন, মনির লস্কর, দাউদ শেখ, এরশাদ হোসেন, আশীষ পোদ্দার, রনি লস্কর, গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া, সদস্য সচীব আবু সাইদ, খায়রুল রাজু, আলামিন আবু বকর প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: