মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

মোংলায় জেজেএস এর উদ্যোগে উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা যাচাই বাছাই ও প্রস্ত্ততকরন কর্মশালা অনুষ্ঠিত

5 November, 2024 2:06:51

 

স্টাফ রিপোর্টার:
৫ নভেম্বর ২০২৪ তারিখে বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস কর্তৃক বাস্তবায়িত ও বিশ্ব খাদ্য কর্মসূচী-WFP এর আর্থিক সহযোগিতায় মংলা উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে মংলা উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা যাচাই -বাছাই ও প্রস্তুতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া ।প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন এবং ঘূর্ণিঝড় রিমালে খতিগ্রস্থ স্থানীয় অবকাঠামোগত ওয়াপদা, ভেরীবাঁধ, কাঁচা রাস্তা অগ্রাধিকার ভিক্তিতে সংস্কার ও পুনর্নির্মাণের লক্ষ্যে স্থানীয় কমিউনিটি ও সিআরএ দলের প্রদানকৃত সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান নিয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের করনীয় শীর্ষক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বুড়ীরডাঙ্গা ১০, চাদপাই ,৯ এবং চিলা ইউনিয়ন থেকে ১৬ টি ঝুঁকিপূর্ণ স্পট উত্থাপন করা হয় সেখান থেকে বুড়ীরডাঙ্গা ৭, চাদপাই,৭ এবং চিলা ইউনিয়ন থেকে ৮ স্কিম অগ্রাধিকার ভিক্তিতে কাজ করার জন্য প্রস্তাব গৃহীত হয় এবং একটি কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়।এই কার্যক্রম সার্বিক ভাবে তদারকি করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আশ্বাস প্রদান করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী, মোঃ নাবিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব হাসান, মোল্লা মোঃ তরিকুল ইসলাম, চেয়ারমান চাদপাই ইউনিয়ন, প্রকল্পের উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ ফরিদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support