মায়ার বাঁধন / পুষ্পেন রায়

মায়ার বাঁধন
✍️ পুষ্পেন রায় (০২.১১.২০২৪)
চুপিচুপি এসে তুমি
মনটা করলে জয়
মনের কোণে জমে থাকা
রাগটাও করলে ক্ষয়।
মিষ্টি সুরে যখন ডাকো
আদর করে আমায়
অবাক হয়ে চেয়ে থাকি
শুধুই তোমার মায়ায়।
ধীরেধীরে মায়ার মোহে
বাঁধলে যখন তুমি
মনটা কখন নিলে কেড়ে
তাও জানি না আমি।
মনেমনে ভাবতে থাকি
এমন কেন হলাম
একাই বেশ স্বাধীন ছিলাম
মনটা কেন দিলাম।
এখন তুমি রাণী সেজে.
করছো শাসন মন
কেউ না জানলেও জানি আমি
জানেন মহাজন।
এমনি করে ভালোবাসায়
বাঁধলে কভু জীবন
সেই জীবনের হয় না লয়
অমর হয় মরণ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: