মানব পাচার প্রতিরোধ প্রচারাভিযান কার্যক্রমে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি:
মানব পাচার একটি জঘন্য কাজ। একটি সংঘবদ্ধ গোষ্ঠীর প্রতারণার কারণে এ দেশের সহজ সরল গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ প্রায়ই মানব পাচারের মত একটি অনৈতিক কর্মকান্ডের শিকার হচ্ছে। এতে একাধারে দেশের ভাবমুর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে অন্যদিকে বাংলাদেশের সম্ভাবনাময় জনশক্তি খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি একটি বাস্তবতায় উন্নয়ন সংগঠন রূপান্তর সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও নিরাপদ অভিবাসনে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযানসহ নানা ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই প্রচারাভিযান কার্যক্রমের ধারাবাহিকতায় রূপান্তর আজ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে প্রচারাভিযান কার্যক্রম পরিচালনা করে। কর্মসূচীর শুরুতে অত্র প্রতিষ্ঠানে অধ্যাক্ষ অজয় কুমার চক্রবর্তী শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্যসহ মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে ভিডিও ডক্যুমেন্টারি ও মানব পাচার রোধে সক্রিয় কর্মীদের দ্বারা নির্মিত নাটক ‘স্বপ্ন’ উপস্থাপিত হয়।
সমাপনী পর্বে প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার তিনি বলেন, বলেন, সচ্ছল জীবনের আশা ও বেকারত্ব থেকে মুক্তি পেতে প্রতি বছর অগণিত তরুণ-তরুণী মানব পাচারের শিকার হচ্ছেন। অনগ্রসর জনপদ ও প্রত্যন্ত অঞ্চলের লোকজন দালাল চক্রের খপ্পরে পড়ে বিপদগামী হয়ে থাকেন। এই মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের কাজ করতে হবে। নারী-পুরুষ ও শিশুদের জীবনের নিরাপত্তার জন্য মানব পাচার বন্ধ করতে হবে এজন্য সমাজের সচেতন মহলকে শক্তিশালী সামাজিক আন্দলন গড়ে তুলতে হবে। এতে স্থানীয় সরকার প্রতিনিধি, স্থানীয় নেতা, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সত্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে হবে। ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ শিক্ষক অজয় কুমার চক্রবর্তী বলেন, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ক্যাম্পেইন আয়োজনের ফলে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তাঁরা তাদের পরিবার ও আশেপাশের মানুষদের সচেতন করতে পারবে। অনুষ্ঠান শেষে প্রচারাভিযান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে নিঝুম, তোবা, ফাইজা, খাদিজা, তন্দ্রা, আরমান, মোহাতাসিমা, তন্ময়, সামিউল, অনির্বাণ বিজয়ী হন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: