বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসার ইউএনও
রূপসা প্রতিনিধিঃ
রূপসা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীরবিক্রম মহিবুল্লাহর ৫৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১০ ডিসেম্বর সন্ধ্যায় ক্লাবের ক্রীড়া চত্বরে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার,রূপসা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক আকাশ কুমার কুন্ডু।
এসময় তিনি বলেন ক্রীড়াচর্চাই যুবকদেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পারে। নিয়মিত খেলাধূলা করা একটি ইতিবাচক নেশা। এই নেশায় জড়িত থাকলে কেউ সমাজে অপকর্মসহ অপরাধে যুক্ত হতে পারে না। এ কারনে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হলে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা অত্যাবশ্যকীয়। তিনি বিজয়ের এই মাসে দুই বীরের সন্মানে রূপসা প্রেসক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম,রূপসা উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা লবিবুল ইসলাম,সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন,রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম,ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল,নৈহাটী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুম শেখ।
প্রেসক্লাবের সভাপতি এসএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সভাপতি নৈহাটি ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মুফতি মাওলানা মহিউদ্দিন,সেক্রেটারি মুঃ আজিম উদ্দীন,খুলনা মহানগর জামায়াত ইসলামী নেতা মু আলী হোসেন, রূপসা প্রেসক্লাবের সহ সভাপতি আঃ কাদের।এসময় রূপসা প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য,স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন।
খেলা দেখতে দূর দূরান্ত থেকে ক্রিড়াপ্রেমি,স্থানীয় কিশোর -যুবকেরা উপস্থিত হন।
Developed by bd it support
