নিজস্ব প্রতিবেদক ঃ
দৈনিক যশোর বার্তার নিজস্ব প্রতিবেদক ও সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন রূপসার সভাপতি এডভোকেট মোল্লা মহব্বত আলীও শেখ রহিমা রহমান এর কনিষ্ঠপুত্র মোল্লা আরিফুর রহমান সেতু সরকারি আজম খান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিবিএ অনার্স চতুর্থ বর্ষে মার্কেটিং বিভাগে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে ইতিপূর্বে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। তিন ভাইয়ের মধ্য সে সর্বকনিষ্ঠ । ভবিষ্যতে দেশ সেবায় আত্মীয় নিয়োগ করতে ইচ্ছুক। সে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260