নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক টেস্ট ম্যাচে স্কোরিং করার দায়িত্ব পেলেন খুলনার সন্তান ফরিদ আহমেদ রিপন। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেষ্ট ম্যাচের আফিসিয়াল স্কোরিং এর অভিষেক হয় তার। দীর্ঘ ২৫ বছরের ও বেশি সময় ধরে স্কোরিং এর সাথে তিনি জড়িত। ইতিপূর্বে তিনি T/20 বিশ্বকাপ, এশিয়া কাপ, ৷৷ U/19 বিশ্বকাপ One day International Match এ সফলতার সাথে স্কোরিং করে সুনাম অর্জন করেন। এছাড়াও তিনি DLS ম্যনেজার, কখনও ইলেকট্রনিক্স স্কোর বোর্ড, আবার কখনো অন লাইন স্কোরার হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ক্রিকেট আসরের সর্বোচ্চ সম্মান টেষ্ট ম্যাচে স্কোরিং এর দায়িত্ব পালন করে নিজের নামের সুবিচার করেন। তিনি যেন আস্থার সাথে সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ দেশ- বিদেশের মাঠে সুস্থতার সাথে পরিচালনা করতে পারে সেজন্য সকলের কাছে দোয়ার আবেদন করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260