কাঁথা বালিশ হাড়ি পাতিল
ভাসছে বানের জলে
গরু ছাগল হাস মুরগি
ডুবল পানির তলে
বানের জলে ডুবল কতো
সবুজ সোনার ধান
ঘরবাড়িটা ভাসল স্রোতে
ভাসল কতোই প্রাণ
যুদ্ধ করি বানের সাথে
আমরা যে ভীষণ
লক্ষ প্রাণের কান্না নিয়ে
বন্যা আসে ফি-সন
❑
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260